প্রিন্ট এর তারিখঃ Jan 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
ইসলামপুরে একদিন রোবট তৈরির কারখানা হবে : মোস্তফা আল মাহমুদ
জামালপুরের ইসলামপুরে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনিস্টিটিউটে এবার রোবট তৈরির কারখানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (BSREA) সভাপতি মোস্তফা আল মাহমুদ।
মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মোস্তফা আল মাহমুদের বক্তব্যে ভরপুর স্বপ্নের প্রতিচ্ছবি:
মোস্তফা আল মাহমুদ বলেন, “আমি ইসলামপুরে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট তৈরি করতে সক্ষম হয়েছি। এখান থেকে প্রতিমাসে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমার পরবর্তী লক্ষ্য, এই অঞ্চলে ১০০০ শিক্ষার্থীকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে গড়ে তোলা। একদিন ইসলামপুর হবে একটি আন্তর্জাতিক পর্যটন ও প্রযুক্তি হাব। রোবট তৈরির কারখানার মতো বড় উদ্যোগ এখান থেকেই শুরু হবে, যার মালিক হবে শিক্ষার্থীরা।”
তিনি আরও যোগ করেন, “যত কিছুই হবে, সবকিছুর মালিক থাকবে শিক্ষার্থীরা। আমি কেবল পাশে থেকে তাদের সহায়তা করবো মাত্র। এসব স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই কথাগুলো রেকর্ড রাখার পরামর্শ দিচ্ছি।”
অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ও শিক্ষার্থীরা:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সাবেক বেসিক টিচার শাকিব সাহেব, বর্তমান বেসিক টিচার রকিব হোসেন অন্তর এবং প্রথম ব্যাচের গ্রাফিক্স ও ডিজিটাল মার্কেটিং শিক্ষার্থীরা।
গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থীদের মধ্যে রামিম হোসেন, আবুল হাসান শান্ত মণ্ডল, আমজাদ হুসাইন, শাকিল ইসলাম এবং জুয়েল মাহমুদ বিশেষভাবে উল্লেখযোগ্য। ডিজিটাল মার্কেটিং ব্যাচ থেকে মো. জিম আহমেদ, হোসনেআরা আক্তার, ইরামনি, সোহানুর রহমান, ইশা, সঞ্জু এবং রফিকুল ইসলাম জিহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ইসলামপুরের প্রযুক্তি বিপ্লব:
মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইতোমধ্যেই ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোবট তৈরির কারখানা প্রতিষ্ঠা এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি খাতের নতুন দ্বার উন্মোচন করবে।
মোস্তফা আল মাহমুদের এই স্বপ্ন এবং উদ্যোগ শুধু ইসলামপুরকেই নয়, পুরো দেশকে একটি প্রযুক্তিনির্ভর উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু